তিন বছর পরে নিজের দেশে
নিউজ ডেস্ক : তিন বছর পরে বাংলাদেশে ফিরলেন ১৩ বাংলাদেশি। এই তিনটি বছর তারা প্রতিবেশি দেশ ভারতের কারাগারে কাটান। এদের মধ্যে একজন শিশুও আছ। গততকাল রোববার রাতে বেনাপোল স্থলবন্দর দিয়ে এদের বাংলাদেশে ফেরত আনা হয়।
ভারত থেকে ফিরে আসা বাংলাদেশিরা হলো : যশোরের সুখী খাতুন (১৫), রূপালী খাতুন (১৭), সাতক্ষীরার আনোয়ারা খাতুন (১৫), খুলনার নূরজাহান খাতুন (১৫), সুমাইয়া আক্তার (১৬), সাথী সুলতানা (১৯), তাঁর মেয়ে মুন্নী (৩), ব্রাহ্মণবাড়িয়ার তানিয়া খাতুন (১৫), মাগুরার আসমা খাতুন (১৬), বরিশালের আঁখি আক্তার (১৭), নড়াইলের শান্তা আক্তার আশা (১৬), সোনালি খাতুন (১৫) ও পাপিয়া (১৮)।
এর আগে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অনুপ্রবেশের দায়ে এই ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয় এবং এদের তিন বছরের কারাদণ্ডাদেশ দেন দেশটির আদালত।
ইউএনবি তাদের খবরে জানিয়েছে, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই ১৩ জনকে ফিরিয়ে দিয়েছে ভারত সরকার।