আইডিবি পুরস্কার পাচ্ছে ‘বিনা’
নিউজ ডেস্ক : ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) পুরস্কার পাচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার পাচ্ছে প্রতিষ্ঠানটি। এ বছরের ১৫-১৬ মে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠেয় আইডিবির ৪১তম পরিচালনা পর্ষদের সভায় এ পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে সার্টিফিকেট, একটি ট্রফি ও নগদ এক লাখ ডলার পুরস্কার প্রদান করা হবে।
গত ২৩ ফেব্রুয়ারি ‘বিনা’র মহাপরিচালক শমসের আলীর কাছে আইডিবির প্রেসিডেন্ট ড. আহমেদ মোহাম্মদ আলী ওই পুরস্কার দেওয়ার বিষয়টি নিশ্চিত করে একটি চিঠি দেন। ওই চিঠিতে বলা হয়েছে, স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) খরা ও বন্যাসহিষ্ণু জাত উদ্ভাবন করে দেশের খাদ্য নিরাপত্তায় অবদান রাখায় এ পুরস্কার দেওয়া হচ্ছে।![]()
