পদত্যাগ করতে হতে পারে গভর্নরকে
- নিউজ ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১০ কোটি টাকা চুরি বেশ আলোচনার সৃষ্টি করেছে দেশব্যাপী। এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান পদত্যাগ করতে হতে পারে অথবা তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। মন্ত্রিসভার বৈঠক শেষে এমনই ইঙ্গিত পাওয়া গেছে।
ড. আতিউর রহমান এখন ভারত সফরে আছেন। সোমবার ভারত সফর শেষে তাকে দেশে ফেরার কথা রয়েছে। তিনি দেশে ফিরলেই তার পদত্যাগ কিংবা তাকে সরানোর মতো সিদ্ধান্ত আসতে পারে।
মন্ত্রিসভার আজকের বৈঠকে তিনটি খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম একটি হলো অবহিতকরণ। এছাড়া সংবাদ সংস্থা আইন ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আইন ২০১৬’র খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে আজকের বৈঠকে।