তনু হত্যার বিচার দাবিতে উত্তাল শাহবাগ
- মো. সাইফ
তনু হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীদের পক্ষ থেকেই আগেই দেয়া হয়েছিল আল্টিমেটাম। অপরাধীদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে আসছিলেন তারা প্রথম থেকেই। গতকাল তাদের দেয়া আল্টিমেটাম এর সময় শেষ হওয়ায় আজ মঙ্গলবার পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শাহবাগের রাস্তায় দিনভর ছিলো উত্তেজনা। সকাল হতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। বেলা বাড়ার সাথে সাথে দুপুর ১২ টার পর থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা যোগ দেন বিক্ষোভে।
ঢাকা কলেজ, রাইফেলস, ইম্পেরিয়াল, ভিকারুন নিসা, নটরডেমসহ ১৫টি কলেজের শিক্ষার্থীরা সবাই অবরোধ করেন শাহবাগ সড়ক। এতে বন্ধ হয়ে যায় যান-চলাচল। শান্তিপূর্ন আন্দোলনে তাদের চাওয়া, খুব দ্রুততম সময়ের মধ্যেই এই হত্যা-ধর্ষনের অপরাধীদেরকে আইনের কাঠগড়ায় দেখবে জাতি।
আন্দোলনকারীদের সাথে এইসময় পুলিশের সংঘর্ষের খবরও পাওয়া যায়। রাতুল নামে এক কলেজ শিক্ষার্থী বলেন, ‘মূলত অবরোধ কর্মসূচিতে সব পাবলিক এবং প্রাইভেট পরিবহনকেই রাস্তায় আটকে রাখা হয়। আমরা কোনো যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটাই নি। তবে সেনাবাহিনীর একটি জলপাই রঙের গাড়ি আটকে রাখাকে কেন্দ্র করে পুলিশ আমাদের উপর চাপ প্রয়োগ করে এটিকে ছেড়ে দেয়ার জন্য। এরপরই পুলিশের সাথে সংঘর্ষ হয় শিক্ষার্থীদের।’
বেলা তিনটার কিছু সময় পরই শিক্ষার্থীরা এই অবরোধ তুলে দিলেও তারা আগামী ৩ এপ্রিল সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট আহ্বান করেছেন।