আগামী ৪মে পবিত্র শবে মেরাজ
- নিউজ ডেস্ক
আগামী ৪ মে বুধবার দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে মেরাজ। আজ সন্ধ্যায় আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে। তাই ১৪৩৭ হিজরির রজব মাস শুরু হবে আজ শনিবার থেকে ।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্ম-সচিব মো. আমজাদ আলী। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শবে মেরাজের দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে এবং সরকারি প্রতিষ্ঠানে এ দিন ঐচ্ছিক ছুটির ব্যবস্থা থাকে।
ইসলাম ধর্মীয় মতে, মহানবী হজরত মুহাম্মদ (স.) রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করেন। ওইদিন তিনি আল্লাহ তা’য়ালার সাক্ষাৎ লাভ করেন।