বাংলাদেশে ঘাটি গড়তে চাই আইএস
- নিউজ ডেস্ক
বাংলাদেশে ঘাটি গড়তে চাই আন্তর্জাতিক জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তার বাংলাদেশ থেকে ভারত এবং মিয়ানমারে বড় ধরনের হামলা পরিচালনা করতে চায়। আইএস-এর বাংলাদেশ প্রধান শেখ আবু-ইব্রাহিম আল-হানিফ একথা জানান।
তবে আইএস বাংলাদেশে এখনো আনুষ্ঠানিকভাবে কোন শাখার ঘোষণা করেনি। তবে এই সংগঠনের অনুসারীরা ধর্মনিরপেক্ষ লেখক এবং সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে হত্যাকাণ্ড চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বাংলাদেশের আইএস শেখ আবু-ইব্রাহিম আল-হানিফ বলেন, ‘নাস্তিক এবং নবীকে নিয়ে উপহাসকারী এবং মুরতাদদের গলা কাটার জন্য আমাদের যোদ্ধারা এখন চাকু ধার দিচ্ছে।’ তিনি আরো বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থানের সুবিধের কথা ব্যাখ্যা করে ভবিষ্যতে `হিন্দু ভারত` এবং `বৌদ্ধ বার্মা`র বিরুদ্ধে জিহাদ পরিচালনার করা হবে।
মুসলিম হত্যার প্রতিশোধ এবং ঐ অঞ্চলে আইএস-এর খিলাফত প্রতিষ্ঠাই এই জিহাদের লক্ষ্য হবে বলে তিনি জানান।
সংবাদ : বিবিসি।