দ্বিতীয় দিনেও অব্যহত নৌযান শ্রমিকদের ধর্মঘট

দ্বিতীয় দিনেও অব্যহত নৌযান শ্রমিকদের ধর্মঘট

  • নিউজ ডেস্ক

আজ দ্বিতীয় দিনেও অব্যহত আছে নৌযান শ্রমিকদের ধর্মঘট। এই ধমৃঘটে অচল হয়ে পড়েছে দেশের নদীবন্দরগুলো। গত বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে এ ধর্মঘট শুরু হয় দেশের সবগুলো বন্দরে । নৌযান শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৮ হাজার ২৫০ টাকা প্রদানসহ ১৫ দফা দাবিতে নৌযান ফেডারেশন ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেয়।

উক্ত ধর্মঘট নিয়ে নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আল বলেন, একজন নৌযান শ্রমিকের বর্তমান বেতন মাত্র ৪ হাজার ১০০ টাকা। এই বেতন এই সময়ে এসে স্বাভাবিক জীবন-যাপন করা একেবারেই অসম্ভব। তাই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে একজন শ্রমিকের জন্য ৮ হাজার ২৫০ টাকা বেতন দাবি করা হয়েছে। এই দাবি নিয়ে আমরা এই ধর্মঘট ও কর্মবিরতি করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদেরে এ কর্মসূচি চলতে থাকবে।

এ ব্যাপারে বৃহস্পতিবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান  বলেন, এটা সরকারে কোনো ইস্যু না। তাই সরকার এটার দায় নিতে বাধ্য নয়। তাছাড়া সরকার কারো উপরে জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে আগ্রহী নয়। তবে উভয় পক্ষ চাইলে সরকার মিডিয়া হয়ে কাজ করতে পারে। favicon59

Sharing is caring!

Leave a Comment