বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের সংশয় প্রকাশ
- নিউজ ডেস্ক
বিশ্বব্যাংক জানিয়েছে, আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে। চলতি অর্থবছরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রবৃদ্ধির হার দেখিয়েছে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ। তবে এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে করেছে বিশ্বব্যাংক। আজ ৩০ এপ্রিল শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে বক্তব্য দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান, ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রমুখ।
সম্মেলনে জনাব জাহিদ হোসেন বলেন, চলতি অর্থবছরে যেসব সূচকের তথ্য পাওয়া গেছে, এতে রপ্তানি এবং ব্যক্তি খাতের ঋণপ্রবাহ ছাড়া বাকি সব সূচকেই গত বছরের চেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে। তাই তিনি চলতি অর্থবছরে প্রবৃদ্ধির হিসাব নিয়ে সংশয় প্রকাশ করেন।