একনেকের সভায় নয়টি প্রকল্পের অনুমোদন
- নিউজ ডেস্ক
মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) একটি বৈঠকে বসে।
ওই বৈঠকে মোট ৪৪ হাজার ১৬৭ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। উক্ত বৈঠকটিতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এসব প্রকল্পের বিভিন্ন দিক সাংবাদিকদের কাছে তুলে ধরেন। জনাব কামাল জানান, অনুমোদিত এই নয়টি প্রকল্পের মধ্যে আটটি নতুন ও একটি সংশোধিত। সরকারি অর্থায়ন ১৯ হাজার ২৬৫ কোটি ৮৫ লাখ টাকা ও প্রকল্প সাহায্য ২৪ হাজার ৭৪৯ কোটি পাঁচ লাখ টাকা মোট প্রাক্কলিত ব্যায়ের উৎস ধরা হয়েছে। মন্ত্রী আরো জানান, সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ১৫২ কোটি ২৪ লাখ টাকা।