পদ্মা সেতুর উপর দিয়ে হবে ঢাকা-যশোর রেলপথ
- নিউজ ডেস্ক
ঢাকা থেকে সরাসরি রেল লাইন যাবে যশোর পর্যন্ত। আর এটি নির্মিত হবে পদ্মা বহুমুখি সেতুর উপর দিয়ে। এই রেল লাইন নির্মাণে বাংলাদেশ সরকারকে আর্থিক সহায়তা করবে চীন সরকার। বর্তমানে নির্মাণাধীন রয়েছে ১৬৯ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্প। যে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৯ শত ৮৮ কোটি ৮৬ লাখ টাকা।
তবে এ প্রকল্পে ২৪ হাজার ৭ শত ৪৯ কোটি ৫ লাখ টাকা সহায়তা দেবে চীন সরকার। বাংলাদেশ সরকার অর্থায়ন করবে ১০ হাজার ২ শত ৩৯ কোটি ৮১ লাখ টাকা। এই প্রকল্প বাস্তবায়নের মেয়াদ কাল ধরা হয়েছে ২০২২ সাল পর্যন্ত। আর এটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে রেলওয়ে মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার শেরেবাংলা নগর পরিকল্পনার কমিশনের এনইইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এ প্রকল্প অনুমোদন দেয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি সম্পর্কে বলেন, ‘বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত এবং আধুনিকায়ন করা হবে। এই লক্ষ্যে বাংলাদেশ সরকার পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা-যশোর রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে। আর এই প্রকল্পটি বাস্তবায়নে সহয়তা করবে চীন সরকার। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি আপাতত ঢাকা–মাওয়া -ভাঙ্গা- নড়াইল—যশোর- বেনাপোল পর্যন্ত যাবে। তবে পরবর্তীতে কলকাতা, কক্সবাজার এবং চীন- মিয়ানমার রেলওয়ের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা আছে। আর এই প্রকল্পের মাধ্যমে আঞ্চলিক করিডোর গড়ে তোলার পরিকল্পনাও সরকারের আছে।হবে।
মন্ত্রী আরো জানান, এই পকল্পের মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের গতি আরো বাড়বে। একইসাথে জিডিপির পরিমাণও বৃদ্ধি করা সম্ভব হবে। বর্তমানে সেতু প্রকল্পের কাজ ৩৩ শতাংশ কাজ শেষ হয়েছে। পুরো কাজ শেষ হলে গাড়ি এবং রেলপথ একইসাথে উদ্বোধন করা হবে।