গড় পাসের হার ৮৮.২৯%
- নিউজ ডেস্ক
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ২০১৬ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে তুলে দিয়েছেন। গতবছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে ১.২৫ শতাংশ বেড়ে দাড়িয়েছে ৮৮.২৯%, এর মধ্যে মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।
আজ বুধবার (১১ মে) সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারাংশ তুলে দেন শিক্ষামন্ত্রী। এসময় তার সাথে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবার সারাদেশে এসএসসিতে পাসের হার ৮৮.৭০ শতাংশ, মাদরাসা ৮৮.২২ শতাংশ এবং কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৩.১১ শতাংশ।
উল্লেখ্য ২০১৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র। ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী।