দেশে খাদ্যের চাহিদা বাড়বে ৭০ শতাংশ
- নিউজ ডেস্ক
কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন ২০৫০ সাল দেশের মানুষের খাদ্যের চাহিদা ৭০ শতাংশ বাড়বে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি ও খাদ্য নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারেও বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
গতকাল রাজধানীর খামারবাড়িতে ‘গ্লোবাল অ্যানুয়াল রিভিউ অব বায়োটেক/জিএম ক্রপস’ শীর্ষক এক সেমিনারে কৃষি বিশেষজ্ঞরা এ অভিমত ব্যক্ত করেন। এই সেমিনার আয়োজন করেন ইন্টারন্যাশনাল সার্ভিস ফর দ্য অ্যাকুজেশন অব অ্যাগ্রি-বায়োটেক অ্যাপ্লিকেশনস (আইএসএএএ), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ( বিএআরআই) ও ব্র্যাক।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজমুল ইসলাম। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
ওই সেমিনারে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জনসংখ্যা ৭৪০ কোটি। ১৯৫০ সালে যা ছিল ২৫০ কোটি। ২০৫০ সালে তা আরো বেড়ে ৯৫০ কোটিতে দাঁড়াবে। এই সময়ের মধ্যে খাদ্যের চাহিদা বাড়বে ৭০ শতাংশ।
বক্তরা আরো জানান, দরিদ্রদের জন্য বায়োটেকনোলজি ব্যবহারের সুবিধা নিশ্চিতকরণে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কৃষি বিশেষজ্ঞরা।