প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত
- নিউজ ডেস্ক
প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বুধবার সচিবালয়ে শিক্ষানীতি বাস্তবায়ন সংক্রান্ত সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের উপস্থিতিতে মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ জানান, ২০১০ সালের শিক্ষানীতির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অষ্টম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে।
তিনি আরো জানান, আমরা মনে করি এটি একটি ঐতিহাসিক এবং সময়োপযোগী সিদ্ধান্ত। এর আগে এত বড় মৌলিক সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে একটি সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। তারপর প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।
উক্ত বৈঠকে আরো উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, শিক্ষাসচিব সোহরাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ স ম আরেফিন সিদ্দিকসহ মন্ত্রণালয় ও মাউশির কর্মকর্তা।