পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে
- নিউজ ডেস্ক
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ–৫ দুটোই গতবারের চেয়ে বেড়েছে।
এবার দেশের আটটি সাধারণ এবং মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার ৫ দশমিক ১০ শতাংশ বেশি।
এবার এইচএসসি ও সমমানে জিপিএ–৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন শিক্ষার্থী। গতবার জিপিএ–৫ পেয়েছিলেন ৪২ হাজারের কিছু বেশি শিক্ষার্থী।
এবার ১০ বোর্ডে পরীক্ষা দিয়েছিল ১২ লাখ ৩ হাজার ৬৪০ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডেও এবার পাসের হার ও জিপিএ–৫ দুটোই বেড়েছে। পাসের হার ৭২ দশমিক ৪৭ শতাংশ। গতবার চেয়ে পাসের হার ৬ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। জিপিএ–৫ পেয়েছেন ৪৮ হাজার ৯৫০ জন। গতবার পেয়েছিলেন ৩৪ হাজার ৭২১ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮৮ দশমিক ১৯ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন ২ হাজার ৪১৪ জন।
পরীক্ষার ফলাফলের অনুলিপি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এই অনুলিপি তুলে দেন। এ সময় শিক্ষামন্ত্রী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বিভিন্ন তথ্য সংক্ষেপে তুলে ধরেন।
বেলা একটায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর পরপরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফলাফল প্রকাশ করা হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান জানিয়েছেন, এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএর পাশাপাশি প্রাপ্ত নম্বরও দেওয়া হবে।
গ্রেড পদ্ধতিতে ফলাফল দেওয়া শুরু হওয়ার পর থেকে নম্বর দেওয়া বন্ধ করা হয়েছিল। শুধু একজন শিক্ষার্থী কত জিপিএ পেত, তা দেওয়া হতো।
ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, একজন শিক্ষার্থী সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে কত নম্বর পেল, তা–ও আলাদাভাবে অনলাইনে দেওয়া হবে।