বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ অবৈধ ঘোষণা
- নিউজ ডেস্ক
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ২০০৭ সাল থেকে নেয়া ভ্যাট ফেরত দিতে সরকার ও রাজস্ববোর্ডকে নির্দেশে দিয়েছেন আদালত।
সোমবার (০৫ সেপ্টেম্বর) ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের করা এক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ভীষ্ম দেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।
আদালত রায়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ধারাবাহিক কাজ অব্যাহত রাখা। যে কারণে এ ধরনের ভ্যাট আরোপের সিদ্ধান্ত বেআইনি। ২০০৭ সালে প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপ করেন বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার।