বিসিএসে মুক্তিযুদ্ধ বিষয়ক ১০০ নাম্বার
- নিউজ ডেস্ক
৩৭তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধবিষয়ক ১০০ নাম্বার থাকবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সোমবার মিরপুর হানাদারমুক্ত দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে। সঠিক ইতিহাস জানলে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর মধ্যদিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আগামী বিসিএস পরীক্ষায় অন্যান্য বিষয়ের সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক ইতিহাস, ঐতিহ্যের ওপর ১০০ নাম্বারের প্রশ্ন থাকবে।সঠিক তথ্য যেমন সংগ্রহ করতে হবে তেমনি সে তথ্যগুলো প্রজন্মকে জানাতে হবে। তবেই স্বাধীনতার লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।