তথ্যপ্রযুক্তির অপব্যবহার মেডিকেলে ভর্তি পরীক্ষার বড় চ্যালেঞ্জ

তথ্যপ্রযুক্তির অপব্যবহার মেডিকেলে ভর্তি পরীক্ষার বড় চ্যালেঞ্জ

  • নিউজ ডেস্ক

সরকারি বেসরকারি মেডিকেল কলেজের আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের ক্ষেত্রে ক্ষুদে ইলেকট্রনিক ডিভাইসের অপব্যবহার প্রতিরোধই হবে কর্তৃপক্ষের বড় চ্যালেঞ্জ।

চলতি বছরের মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর। ৯০ হাজার ৪২৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী এতে অংশ নেবেন। মোট ১৮টি সরকারি মেডিকেল কলেজের বিভিন্ন কেন্দ্রে ১০০ নম্বরের নৈব্যক্তিক প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হবে।  আসন্ন এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে সম্প্রতি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে সভাপতি ও পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো.আবদুর রশীদকে সদস্য সচিব করে সাত সদস্যের ভর্তি পরীক্ষা কমিটি গঠিত হয়।

কমিটির অন্যান্যরা হলেন- স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. এহতেশামুল হক দুলাল, উপ-পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) ডা. রুসেলি হক, নিপসমের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মামুনুর রশীদ, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রতিনিধি ডা. জামালউদ্দিন চৌধুরী ও বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) প্রতিনিধি অধ্যাপক ডা. আবদুল কাহার আকন্দ।

নাম প্রকাশ না করার শর্তে কমিটির একাধিক সদস্য বলেন, আধুনিক তথ্য প্রযুক্তির কল্যাণে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গেছে ঠিকই, কিন্তু সেই তথ্য প্রযুক্তির গোপন অপব্যবহার মেডিকেলের সুষ্ঠু ভর্তি পরীক্ষা গ্রহণে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

তারা বলেন, শোনা যাচ্ছে, আধুনিক তথ্য প্রযুক্তিতে চীনের তৈরি বিভিন্ন ধরনের ক্ষুদে ইলেকট্রনিক ডিভাইস (শার্টের বোতাম, কলার, কলম ইত্যাদি) ব্যবহারের মাধ্যমে একাধিক সংঘবদ্ধ চক্র পরীক্ষার দিন প্রশ্নপত্র ফাঁস ও বাইরে থেকে তার সমাধান পাঠানোর অপচেষ্টা করতে পারে। নানা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরও সেই ঝুঁকি এড়াতে উপায় খুঁজছেন তারা।

রোববার সকালে কমিটির একজন সদস্য জানান, পরীক্ষার দিন হলগুলোতে যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার এক ঘণ্টার জন্য নিষ্ক্রিয় করা যায় কিনা সে ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।  আগামী কয়েকদিনের মধ্যে র‌্যাব, ডিবি ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠককালে ক্ষুদে ইলেকট্রনিক ডিভাইসের অপব্যবহার রোধের বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে জানান তারা।

মেডিকেল ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো.আবদুর রশীদ রোববার জাগো নিউজকে বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সম্ভাব্য সকল প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হবে। ক্ষুদে ইলেকট্রনিক ডিভাইসের অপব্যবহার রোধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি। favicon59

Sharing is caring!

Leave a Comment