বিসিএস পরীক্ষায় ইলেকট্রিক্যাল ডিভাইস নিষিদ্ধ
- নিউজ ডেস্ক
পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কর্তৃপক্ষ ৩৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার প্রিলিমিনারি টেস্টে যেকোনো ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইস বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ৩০ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বই, ক্যালকুলেটর, ব্যাগ ও সব ধরনের ঘড়ি বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সময় দেখার জন্য প্রতিটি পরীক্ষাকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি বসানো হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীরা কোনো প্রকার ইলেকট্রিক্যাল ডিভাইস বহন করলে পিএসসির বিধান অনুযায়ী তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি পরবর্তী সময়ে তাঁদের পিএসসির অধীনে সব পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে।
বার্তা সংস্থা বাসস জানায়, ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে দুই ঘণ্টার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।