ডিজিটাইজেশনের সঙ্গে নিরাপত্তায়ও জোর প্রধানমন্ত্রীর
- নিউজ ডেস্ক
 
ডিজিটাইজেশনের সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আর্থিক খাত ও গোপনীয় বিষয়ের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে হবে। আজ বুধবার আন্তর্জাতিক সম্মেলন সিটি, বসুন্ধরায় ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি।
২০১৮ সালের মধ্যে দেশের সাড়ে চার হাজার ইউনিয়নে দ্রুতগতির ব্রডব্যান্ড যোগাযোগ স্থাপনের লক্ষ্যে কাজ করছেন তারা। ইইএফ চালু করাসহ তথ্য-প্রযুক্তি খাতের কোম্পানির জন্য সহজ ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল গঠনের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। ছাড়া দেশীয় উৎপাদকদের উৎসাহ দিতে বিদেশ থেকে কম্পিউটার আমদানির উপর শুল্ক আরোপেরও প্রস্তাব করেন তিনি। প্রধানমন্ত্রী ডিজিটাল ওয়ার্ল্ড উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখেন।                                                                                                                                                               সূত্র : বিডি নিউজ![]()

	                
	                	
	            
