শিশুদের জন্য হেল্পলাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- নিউজ ডেস্ক
শিশুদের সুরক্ষায় ২৪ ঘণ্টা সহায়তা দিতে বাংলাদেশ চাইল্ড হেল্পলাইন ‘ওয়ান জিরো নাইন এইটের (১০৯৮)’ শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার সকালে গণভবনে শিশু ও বয়স্কদের শান্তি নিবাস সেফ হোম ও বাংলাদেশ চাইল্ড হেল্পলাইনের উদ্বোধন করেন তিনি। হেল্পলাইনে ফোন করে যে কোনো ব্যক্তি শিশু অধিকার লঙ্ঘন, নির্যাতন ও শিশুদের সুযোগ সুবিধা এবং নিরাপত্তার বিষয়ে জানাতে পারবেন। প্রাপ্ততথ্য অনুযায়ী ব্যবস্থা নিবেন উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যেন এ হেল্পলাইনের অপব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কেউ কোনো মিথ্যা অভিযোগ করলে, মিথ্যা তথ্য দিলে কিংবা বিরক্ত করলে তার বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের গোয়েন্দা সংস্থা থেকেও এ ক্ষেত্রে সহায়তা নেয়া হবে।’