‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠনকারী প্রথম দেশ’
- নিউজ ডেস্ক
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রথম দেশ হিসেবে বাংলাদেশের ৪০ কোটি ডলারের ‘ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড’ গঠনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মরক্কোর মারাকাসের বাব ইগলিতে মঙ্গলবার বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-২২) উচ্চ পর্যায়ের বৈঠকে বিশ্ববাসীকে এ তথ্য জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যে (এসডিজি) পানি নিয়ে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা অর্জনে তহবিল গঠনের প্রস্তাব করেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ যথাযথভাবে মোকাবিলা না করলে আমরা কখনোই এসডিজির কাঙ্ক্ষিত ফল পাবো না। বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনায় ‘সফলতা’ অর্জনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগাম সতর্কতা ব্যবস্থা, সাইক্লোন শেল্টার ও উপকূলে গাছ লাগানোর মতো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যা বাংলাদেশে উল্লেখযোগ্য হারে জানমালের ক্ষতি কমিয়ে এনেছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার মরক্কোর মারাকাশে এ সম্মেলনে যোগ দেন। ৮০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এই সম্মেলনে অংশ নিয়েছেন। মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের আমন্ত্রণে এসব দেশের প্রধানেরা তিন দিনব্যাপী এ সম্মেলনের বিভিন্ন পর্বে স্ব-স্ব দেশের পক্ষে নীতিনির্ধারণী বক্তব্য দেবেন।