১৪১ করদাতা ট্যাক্স কার্ড পাচ্ছেন
- নিউজ ডেস্ক
সর্বোচ্চ ১৪১ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আজ বৃহস্পতিবার ট্যাক্স কার্ড দেয়া হবে। ব্যক্তি পর্যায়ে ৭৬ জন, কোম্পানি পর্যায়ে ৫৭টি এবং অন্যান্য পর্যায়ে ৮ জন করদাতাকে ট্যাক্স কার্ড দেয়া হবে।
ঢাকার শেরেবাংলা নগরের নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে এনবিআর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। একই সঙ্গে তিনি আয়কর সপ্তাহ-২০১৬ উদ্বোধন করেন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেন বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া অনুষ্ঠান উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এতে সভাপতিত্ব করবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
ট্যাক্স কার্ডধারীরা যে কোনো জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। স্থল, জল ও আকাশপথে সরকারি কোটা অনুসারে আসন ও অন্যান্য সুবিধা পাবেন। কার্ডধারীরা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সুবিধা ও নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।