জীবনে পরিবর্তন আনতে চাই উন্নতমানের শিক্ষা
- নিউজ ডেস্ক
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন, উন্নতমানের শিক্ষা পারে একজন ব্যক্তির জীবনকে পরিবর্তন করতে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী সম্পর্কের অন্যতম দিক হল শিক্ষার জন্য আমাদের গভীর শ্রদ্ধা, শিক্ষাদানের প্রতি অঙ্গীকার এবং শেখার জন্য উৎসাহ। গতকাল শনিবার দুপুরে আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পঞ্চদশ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদুত আরো বলেন, ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সফটয়্যার ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন চাকুরীতে যুক্তরাষ্ট্র সব সময় সাহায্য করবে। বাংলাদেশ এবং পৃথিবীর অন্যান্য দেশের তরুণ শিক্ষার্থীরা পড়াশোনার জন্য সুযোগ খোঁজে, যুক্তরাষ্ট্র এসব মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার সুযোগ করে দিবে। এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ারও আহবান জানান। ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ইউসুফ এম ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড.এস এম মাহাবুবুল হক মজুমদার প্রমুখ।