আসছে ঢাকা-চট্টগ্রাম ‘বুলেট ট্রেন’
- মেহেদী হাসান
বুলেট ট্রেন বাস্তবায়িত হলে ৭৩ মিনিটে রাজধানী থেকে বন্দর নগরী চট্টগ্রামে পৌঁছানো যাবে। আর বিরতিহীনভাবে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগবে মাত্র ৫৫ মিনিট। সেই পথেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ রেলওয়ে। সমীক্ষা অনুযায়ী, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ২২৭ কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণ করা হবে। এতে থাকবে ৬টি অত্যাধুনিক রেলস্টেশন। প্রতি স্টেশনে বিরতি দেওয়া হবে ১-২ মিনিট। এই পথের পুরোটাই হবে সয়ংক্রিয় সিগনাল ব্যবস্থা সম্পন্ন। ট্রেনের গতি হবে ঘন্টায় প্রায় ৩০০ কিলোমিটারের মতো।
ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত উড়াল রেলপথ নির্মাণে ব্যয় হবে ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা। আর দ্বিতীয় ধাপে নেওয়া হবে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত। এই অংশে ব্যয় হবে প্রায় ৫০ হাজার কোটি টাকা। চায়না এক্সিম ব্যাংক এই অর্থ যোগান দিবে। এই প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের দুইটি প্রতিষ্ঠান। যারা প্রকল্প বাস্তবায়নে প্রস্তাব দিয়েছে জিটুজি ও পিপি এর মাধ্যমে। চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন এবং চায়না সিভিল ইন্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন যৌথভাবে প্রকল্প বাস্তবায়ন করবে। তারাই অর্থের সংস্থান করবে। নির্মাণ কাজের শেষে বিশ বছরের জন্য রেললাইন রক্ষণাবেক্ষণ ট্রেন চলাচলের কাজে তারাই থাকবে। এই সময়ের মধ্যে মুনাফাসহ নির্মাণ ব্যয় উঠে আসবে। তারপর তারা এই রেলপথ বাংলাদেশ রেলওয়ের কাছে হস্তান্তর করবে।