ইজতেমার মাঠে তিন মুসল্লির মৃত্যু
নিউজ ডেস্ক : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় প্রথম ধাপে অংশ নেওয়া তিন মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মারা যান। নিহতরা হলেন সিলেটের গোপালগঞ্জ উপজেলার রনকালি এলাকার জয়নাল আবেদীন (৫৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার চকলাপাড় গ্রামের নূরুল ইসলাম (৭২) ও নাটোরের সিংড়া উপজেলার বটিয়া গ্রামের ফরিদ উদ্দিন (৬৫)।
ইজতেমা ময়দানে লাশের জিম্মাদার আদম আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদ উদ্দিন, রাত ১১টার দিকে নূর ইসলাম ও রাত পৌনে ১টার দিকে জয়নাল আবেদীন হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলে মারা যান। শুক্রবার সকালে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	