অমর একুশে গ্রন্থমেলা ২০১৬
নিজস্ব প্রতিবেদক :ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মৃতিতে প্রতিবারের মতো এবারও ফেব্রুয়ারির ১ তারিখ হতে শুরু হতে যাচ্ছে অমর অমর একুশে গ্রন্থমেলা ২০১৬। ওই দিন বিকাল ৩টার সময় গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা্। অনুষ্ঠানে বিশেষ আতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।এছাড়াও বিদেশি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রিটিশ কবি ও জীবনানন্দ অনুবাদক জো উইন্টার। উদ্বোধনী অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করবেন রেজওয়ানা চোধুরী বন্যা এবং নজরুল সংগীত পরিবেশন করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পৌত্রী অনিন্দিতা কাজী। ওই দিন উদ্বোদনী অনুষ্ঠান শেষে বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার ২০১৫ প্রদান করা হবে।
এবারের গ্রন্থমেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বাংলা একাডেমির হীরকজয়ন্তী’। এবারের মেলা একাডেমি প্রাঙ্গন এবং একাডেমির সামনে অবস্থিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। একাডেমি প্রাঙ্গনে ৮২টি প্রতিষ্ঠানকে ১১১টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৩২০টি প্রতিষ্ঠানকে ৫৪০টি ইউনিট; মোট ৪০২টি প্রতিষ্ঠানকে ৬৫১টি ইউনিট এবং বাংলা একাডেমিসহ ১৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে মোট ৬০০০ বর্গফুট আয়তনের প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ৯২টি লিটল ম্যাগাজিনকে বর্ধমান হাউজের দক্ষিণ পাশে লিটল ম্যাগাজিন কর্ণারে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। এবারের মেলায় বাংলা একাডেমি প্রকাশিত বই ৩০% এবং অন্যান্য প্রতিষ্ঠান ২৫% কমিশনে বই বিক্রি করতে পারবে।
অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান অংশকে ১৫টি গুচ্ছে সজ্জিত করা হয়েছে। গুচ্ছগুলোর নাম যথাক্রমে ভাষা শহিদ আবুল বরকত, আবদুস সালাম, শফিউর রহমান, রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বার, শহিদ বুদ্ধিজীবি মুনীর চৌধুরী, জ্যোর্তিময় গুহঠাকুরতা, আলতাফ মাহমুদ, সিরাজুদ্দীন হোসেন, ডা. আলীম চোধুরী, সেলিনা পারভীন, শিশুসাহিত্যিক সাজেদুল করিম, হাবীবুর রহমান, ফয়েজ আহমদ এবং রোকনুজ্জামান খান দাদাভাই।
এবারের মেলা প্রতিদিন ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এবং ছুটির দিনগুলোতে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।তবে ২১শে ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। 

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	