কাল বাঁশখালীতে সকাল-সন্ধ্যা হরতাল
- নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরুদ্ধে আন্দোলনরত গ্রামবাসীর ওপর গুলি ও হতাহতের ঘটনার প্রতিবাদে আগামীকাল (৬ এপ্রিল) বাঁশখালীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রঐক্য ফোরাম।
আজ (৫ এপ্রিল) ফোরামের আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরী চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ থেকে হরতালের ডাক দেন ।
মানববন্ধনে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাঁশখালী ছাত্রঐক্য ফোরাম, বাঁশখালী স্বপ্নতরী সংঘ, গণসংহতি সমিতি চট্টগ্রামসহ বেশ কিছু সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুনসহ অংশ নেন।
উল্লেখ্য, গত সোমবার বিকেল ৪টার দিকে বাঁশখালী উপজেলার গণ্ডামারা পশ্চিম বড়ঘোনা এলাকার হাজীপাড়া স্কুলমাঠে বিদ্যুৎকেন্দ্রের পক্ষ ও বিপক্ষের সমর্থকরা পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা ভঙ্গ করায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ তাদের ওপর গুলি চালিয়েছে। গুলিবিদ্ধ হয়েই ৪ জন মারা গেছেন।
অন্যদিকে পুলিশ বলছে, এলাকাবাসীর মিছিল থেকে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। আত্মরক্ষার্থে তারাও পাল্টা গুলি চালাতে বাধ্য হয়েছেন।