চট্টগ্রামে আন্তর্জাতিক ব্রেস্ট ক্যান্সার সম্মেলন ৬ মে
- নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং অন্যান্য দেশের অভিজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞদের সঙ্গে দেশের বিভিন্ন মেডিকেলের ডাক্তারদের চিকিৎসা সংক্রান্ত তথ্য ও কলাকৌশল বিনিময়ের পরিপ্রেক্ষিতে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের উদ্যোগে আয়োজন করা হচ্ছে ‘ফাস্ট চিটাগাং ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স’। আগামী ৬ মে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লুর বে-ভিউতে আন্তর্জাতিক এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ (১ মে) বিকেলে সম্মেলনের কার্যকরী সদস্য ডা. আলি আসগর চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠেয় এ সম্মেলনটি উদ্বোধন করার কথা রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, ‘স্তন ক্যান্সার’ একটি ভয়াবহ ব্যাধি যা বর্তমানে পৃথিবীর সকল অঞ্চলের নারীদের আতংকের নাম। পর্যাপ্ত সচেতনতার অভাবে দরিদ্র ও উন্নয়নশীল রাষ্ট্রে এই রোগের ব্যপকতা দিন দিন বেড়েই চলেছে, ব্যাতিক্রম নয় বাংলাদেশেও । তাই স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টি লক্ষ্যে আন্তর্জাতিক মানের এ সম্মেলন আয়োজন করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৫টি সেশনে বিভক্ত এই সম্মেলনের প্রতিটি অংশেই অভিজ্ঞ ডাক্তাররা স্তন ক্যান্সার এবং এর চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করবেন। সম্মেলনটিতে অংশগ্রহণ করবেন দেশের বিভিন্ন মেডিকেলের প্রায় ৫০০ জন ডাক্তার এবং দেশ বিদেশের ২০ জনের ও বেশি ক্যান্সার বিশেষজ্ঞ।
৬ মে সকাল ৯টায় থেকে শুরু হওয়া এ সম্মেলনটি চলবে রাত ১০টা পর্যন্ত। সম্মেলন সূচীতে সন্ধ্যার পর থাকছে দেশীয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আর পুরো সম্মেলনটির সার্বিক ব্যবস্থাপনায় থাকবে চট্রগ্রামের প্রতিষ্ঠান লীড ইভেন্টজ।