শ্রীলংকায় সবুর খান
- ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শ্রীলংকার রাজধানী কলম্বোতে অক্টোবর ১২ ও ১৩ তারিখে অনুষ্ঠিত “ওয়ার্ল্ড এক্সপোর্ট ডেভেলাপমেন্ট ফোরাম”এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান যোগদান করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নীতিনির্ধারক, ব্যবসা বিশেষজ্ঞ, ব্যবসা বিশ্লেষক ও ব্যবসায়ী নেতারা রপ্তানী, ব্যবসা এবং পারস্পরিক অংশীদারীত্ব বৃদ্ধির লক্ষ্যে এ ফোরামে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রীলংকার রাস্ট্রপতি মৈথ্রীপালা শীর্ষেনা গুরুত্বপূর্ন মন্ত্রীগণকে সাথে নিয়ে এ ফোরামে উপস্থিত ছিলেন। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের নির্বাহী পরিচালক অরেঞ্চা গঞ্জালেসও এ ফোরামে যোগদান করেন।
ওয়ার্ল্ড এক্সপোর্ট ডেভেলাপমেন্ট ফোরামের দ্বিতীয় দিনের প্ল্যানারী সেশনে মো. সবুর খান কেস স্টাডি হিসেবে তার নিজস্ব প্রতিষ্ঠানসমূহে ডিজিটালাইজেশন উদ্যোগ এবং এর প্রয়োগ নিয়ে “ডিজিটাল ডোরস্ টু ট্রেড” শীর্ষক উদ্দীপনামূলক উপস্থাপনায় বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরেন যা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং প্রশংসা পায়।
সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত সিসিটিভি’র ইউরোপ প্রতিনিধি মিস জিন লিউ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আলীবাবা গ্রæপ এন্ড আলী রিসার্চের ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক গাও হংবিং, গুগল ইনকর্পোরেটের পাবলিক পলিসি এন্ড গভর্নমেন্ট রিলেশন্স এর প্রধান মিস শিনতো সুগ্রহ, বৃহত্তর ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ই-বে ( বাইদু) এর ভাইস প্রেসিডেন্ট ইবেন সেরমন, শ্রীলংকা এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড সার্ভিসেস কোম্পানীজ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মানো স্যাকারাম, জিটি ন্যাক্সাস এর প্রতিষ্ঠাতা কার্ট ক্যাভানো এবং ওরমহোল আইটি’র প্রধান নির্বাহী কর্মকর্তা স্যালী বুবারম্যান প্রমুখ।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত “ওয়ার্ল্ড এক্সপোর্ট ডেভেলাপমেন্ট ফোরাম” বিশ্বের একক বৈশ্বিক সম্মেলন এবং ব্যবসায়িক উন্নয়ন সহযোগী একমাত্র বি টু বি ম্যাচমেকিং প্ল্যাটফর্ম। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের ব্যানারে “ওয়ার্ল্ড এক্সপোর্ট ডেভেলাপমেন্ট ফোরাম” ক্ষুদ্র ও মাঝারী শিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বাজার তুলে ধরতে ৬০০ ব্যবসায়ী নেতা, নীতি নির্ধারক, বিনিয়োগ সহযোগী প্রতিষ্ঠানের প্রধান ও আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন কর্মকর্তাদের এ সম্মেলনের মাধ্যমে একত্রিত করেছে । শ্রীলংকা এক্সপোর্ট ডেভেলাপমেন্ট বোর্ডের মাধ্যমে “ওয়ার্ল্ড এক্সপোর্ট ডেভেলাপমেন্ট ফোরাম” এর ১৬তম পর্বের সহ-আয়োজক ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার ও মিনিস্ট্রি অব ডেভেলাপমেন্ট স্ট্র্যাটেজিস এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড অব শ্রীলংকা।