ডিজিটাল ওয়ার্ল্ডে ড্যাফোডিল ফ্যামিলি
- নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় আগামী ১৯ থেকে ২১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে তথ্যপ্রযুক্তির আয়োজন ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’। বরাবরের মত এবারও ‘ড্যাফোডিল ফ্যামিলি’ বিভিন্ন আইটি ও আইটিইএস পণ্য ও সেবা নিয়ে অংশ গ্রহণ করছে এ ডিজিটাল মেলায়।
ড্যাফোডিল ফ্যামিলির উল্লেখযোগ্য সেবাগুলো হচ্ছে:
১। ইকিউর সফটওয়্যার (হসপিটাল অ্যান্ড ট্রিটমেন্ট ম্যানেজম্যান্ট সিস্টেম) ২। বিজনেস ইআরপি সফটওয়্যার ৩। এডুকেশন ইআরপি সফটওয়্যার ৪। ওয়ান কার্ড সেবা (স্মার্ট কার্ড) ৫। মোবাইল অ্যাপস ৬। ওয়েব সাইট ও ই-কর্মাস সেবা ৭। ডিজিটাল হোয়াইট বোর্ড ও ৮। কম্পিউটার সহ অন্যান্য সেবা।
মেলায় ড্যাফোডিল ফ্যামিলি ৪ নম্বর হলের ৮ নম্বর প্যাভিলিয়নে অবস্থান করবে। আগত দর্শনার্থীরা ড্যাফোডিল ফ্যামিলির অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
আইসিটি বিভাগ এবং তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে এই আয়োজন করতে যাচ্ছে।