ঢাকা বিশ্ববিদ্যালয়ে বণিক বার্তার নন-ফিকশন বইমেলা
দি প্রমিনেন্টে ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘নন-ফিকশন বইমেলা’। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এই মেলার উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ চত্তরে শুরু হওয়া এই মেলার সহ-আয়োজক দেশের অন্যতম শীর্ষ ব্যবসা ভিত্তিক দৈনিক বণিক বার্তা। মেলায় বাংলা একাডেমি, দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, মাওলা ব্রাদার্স, ঐতিহ্য, পাঠক সমাবেশ, অন্যপ্রকাশ, আগামী প্রকাশনী, অবসর, শ্রাবণ, প্রথমা, সংহতি প্রকাশনী, রকমারি ডটকম, একাডেমিক প্রেস অ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি (এপিপিএল), বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম), সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), লংকাবাংলা মার্কেট পালস, দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) অংশ নিচ্ছে।
গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম প্রমুখ। আজ সন্ধা পর্যন্ত চলবে এই মেলা। বিকাল ৫টায় সমাপনি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে দু-দিন ব্যাপি এ মেলা।