সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের নির্দেশনা
নিউজ ডেস্ক: ফেসবুকসহ সামাজিক যোগাযোগ ব্যবস্থার আরও তিনটি মাধ্যম- ভাইবার, ম্যাসেঞ্জার, ও হোয়াটসঅ্যাপ বন্ধ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ বুধবার বিটিআরসির উচ্চ পর্যায়ের সূত্র এ নির্দেশনা নিশ্চিত করেছে। সংবাদ: প্রথম আলো।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে,‘ নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে বিটিআরসি এ নির্দেশনা জারি করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের এ নির্দেশনা বলবৎ থাকবে।
একাধিক মুঠোফোন অপারেটর বিটিআরসির এ নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করেছেন।’
প্রথম আলোর প্রতিবেদনে আরো বলা হয়েছে,‘ দুপুরে বিটিআরসি থেকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। পরে লিখিত আদেশ পাঠানোর কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে সংস্থাটি।’