নিরাপত্তার স্বার্থে ফেসবুক বন্ধ থাকবে: তারানা হালিম
নিউজ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘জননিরাপত্তা ও জনস্বার্থে যতদিন প্রয়োজন ঠিক ততদিন ফেসবুক বন্ধ থাকবে।’ রাজধানীর একটি হোটেলে ‘মোবাইল ডিভাইস অ্যান্ড ইটস রোল ইন ইন্টারন্যাশনাল সিকিউরিটি’ বিষয়ক এক গোলটেবিল সেমিনারে আজ শনিবার দুপুরে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ যে সব ইন্টারনেট অ্যাপস বন্ধ রয়েছে তা বন্ধ থাকবে।’ তিনি বলেন, ‘ছাত্র সমাজসহ দেশের জনগণ স্বাধীনতা যুদ্ধে যেরকম ত্যাগ স্বীকার করেছেন সেভাবেই বর্তমান সংকটময় পরিস্থিতিতে ইন্টারনেটের সীমিত ব্যাবহারের বিষয়টি মেনে নিয়ে একই রকম কন্ট্রিবিউশন রাখবে সবাই।’
এচাড়া তিনি আরো বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম যারা বিকল্প পথে ব্যবহার করছে আমরা তাদের তদারকির আওতায় আনতে পারছি। এছাড়া তারা ইন্টারনেটের স্পিড খুব বেশি পাচ্ছে না। যার ফলে বিকল্প উপায়ে ফেসবুকের ব্যবহার খুব বেশি নিরাপত্তার ঝুঁকির সৃষ্টি করবে না।’