ঘনকুয়াশা পড়তে পারে
নিউজ ডেস্ক : ডিসেম্বরের শেষে দেশের বিভিন্ন এলাকায় ঘনকুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (১২ ডিসেম্বর) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম জানান, এ মাসের শেষের দিকে দেশের বিভিন্ন এলাকায় ঘনকুয়াশা পড়তে পারে। কুয়াশা কখনো কখনো মাঝারি ধরণের শৈত প্রবাহ হয়ে দেখা দিতে পারে। তবে এ বছর দেশে বড় ধরনের শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।
এবছর তাপমাত্রা ৮ ডিগ্রির নিচে নামার কথা নয় বলেও জানান এই আবহাওয়াবিদ।