ব্যথিত এইচটি ইমাম
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম ব্যথিত হয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। আজ (৩০ ডিসেম্বর) সকালে আগারগাঁও এ নির্বাচন কমিশনে তিনি এ কথা বলেন।
সকালে এইচটি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল কমিশনে যায়। অন্য কমিশনারদের সঙ্গে দেখা হলেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করতে পারেনি এ প্রতিনিধিদল।
এইচটি ইমাম সাংবাদিকদের জানান, সিইসি তাঁর কাছে ক্ষমা চেয়ে জানিয়েছেন তিনি আজ কারও সঙ্গে দেখা করতে পারবেন না। এতে এইচটি ইমাম ব্যথিত হয়েছেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার সঙ্গে সমান ব্যবহার করছে না বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, চৌমহনিতে জামায়াত-বিএনপির প্রভাবে সেখানে গোলযোগ হচ্ছে। বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগের একজন প্রার্থীকে বের করে দেওয়া হয়েছে। কুড়িগ্রাম, মিঠাপুকুরে বছরের শুরুতে যারা অগ্নি-সন্ত্রাস করেছিল, তারাই নাশকতা চালাচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এইচটি ইমাম বলেন, এবারের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হচ্ছে। কেন্দ্রীয় হাই কমান্ড থেকেও স্পষ্ট বলে দেওয়া হয়েছে নির্বাচন সুষ্ঠু হতে হবে। ৩ হাজার ৫৫৫টি কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রে ভোট বন্ধ হওয়ার ঘটনা তেমন কিছু না।
বিএনপির বিভিন্ন অভিযোগকে ‘মনগড়া’ অভিযোগ বলে উল্লেখ করেন তিনি।
সকাল থেকে আওয়ামী লীগ ও বিএনপির একটি প্রতিনিধি দল কমিশনে অবস্থান করছে। ওসমান ফারুকের নেতৃত্বে প্রতিনিধি দল দল কমিশনার মো. জাবেদ আলীর কক্ষে বসেছে। এইচটি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল কমিশনার মো. শাহনেওয়াজের কক্ষে বসেছে।