বাংলাদেশে ফেসবুকের অ্যাডমিন চাই : টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক : দেশে বৈঠকের পর এবার সিঙ্গাপুরে ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সরকারের দুই বছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অর্জন নিয়ে আজ (৬ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ১২ জানুয়ারি ফেইসবুক কর্তৃপক্ষের সাথে সাইবার নিরাপত্তা, নারীর প্রতি অবমাননা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে। বাংলাদেশে তাদের একটি অ্যাডমিন প্রতিষ্ঠা করতে চাই।’ এছাড়াও বিভিন্ন বিষয়ে ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হবে বলে জানান তিনি।
ফেইসবুক নতুন আইডি খুলতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করা হবে কিনা সাংবাদিকদের প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে সেই পরিকল্পনা নেই। তবে বিশ্বের বেস্ট প্রাকটিসগুলো চর্চা করতে চাই।’
আগামী ১২ থেকে ২৪ জানুয়ারি সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফরকালে গুগল ও মাইক্রোসফট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানান তারানা হালিম।
গত ৩০ নভেম্বর বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ফেইসবুক কর্তৃপক্ষকে চিঠি দেন প্রতিমন্ত্রী। ফেইসবুক কর্তৃপক্ষের সাড়ার পর ৬ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেসবুক কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সরকারের তিন মন্ত্রী।
এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে ১৮ নভেম্বর ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেয় সরকার। বন্ধ হওয়ার ২২ দিন পর গত ১০ ডিসেম্বর ফেইসবুক খুলে দেওয়া হয়।