আরও কমবে তাপমাত্রা
নিউজ ডেস্ক : সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়ার অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছ, মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬ দশমিক ৬ এবং চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।