চার শতাধিক সুবিধা বঞ্চিত শিশুর মুখে হাসি ফুটাল স্পৃহা
সজীব হোসাইন, রংপুর : রংপুরে চার শতাধিক সুবিধা বঞ্চিত পথশিশুর মাঝে শীতের নতুন জ্যাকেট উপহার দিয়েছে শিক্ষার্থীদের ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবকমূলক সংগঠন স্পৃহা।
শনিবার(২৩ জানুয়ারি) রংপুর উচ্চ বিদ্যালয় মাঠে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে বাঁধন বুটেক্স ইউনিটের সহযোগিতায় এ জ্যাকেট বিতরণ করা হয়েছে।
স্পৃহার কো-ফাউন্ডার তাহমিদ সোহানের সঞ্চালনায় শীতের জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তনিমা তাসনিম বলেন, স্পৃহা সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে রঙ্গিন পাঠশালা নামের একটা স্কুল চালু রেখেছে। এছাড়া বিভিন্ন সময় শিশুদের মাঝে নতুন জামা ও জ্যাকেট বিতরণ করে চলছে। সত্যি এটা অসাধারণ উদ্যোগ। আলোকিত এ শিক্ষার্থীরা আলোকিত পৃথিবী গড়ার কারিগর হয়ে কাজ করছে।
অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয় সিন্ধু তালুকদার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজমুল আলম সজীবসহ স্পৃহার উপদেষ্টাবৃন্দ।
কথা বললে স্পৃহা সমন্বয়ক মাহবুবুর রহমান সায়ন দি প্রমিনেন্টকে বলেন, সম্পূর্ণ অরাজনৈতিক এ সংগঠনটি ২০১১ সাল থেকে অসহায় মানুষের পাশে শীতবস্ত্র বিতরণ করে আসছে। পাশাপাশি চালু রেখেছে পথ শিশুদের স্কুল ‘রঙ্গিন পাঠাশালা’। যেখানে বর্তমানে ১১৮ জন সুবিধা বঞ্চিত পথশিশুরা পড়াশোনার সুযোগ পাচ্ছে।