যত্রতত্র ময়লা ফেললে জরিমানা
নিউজ ডেস্ক : নগরীকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসী সচেতন না হলে এবং যত্রতত্র ময়লা ফেললে প্রয়োজনে জরিমানার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। আজ (২৭ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রতীকী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি একথা জানান।
নগরবাসীকে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করে তোলার কাজে এদিন ডিএসসিসি মেয়রের সঙ্গে ছিলেন ২৯টি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র সাঈদ খোকন রাজধানীকে পরিচ্ছন্ন ও সুন্দর করতে তার গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। তিনি বলেন, ‘এরপরও নগরবাসী সচেতন না হলে যারা যত্রতত্র ময়লা ফেলবে তাদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেটা যেন করতে না হয়।’
মেয়র বলেন, প্রত্যেক নগরবাসীই নিজ নিজ ঘরবাড়ির মতো শহরকে ভালোবাসলে ঢাকা একটি পরিচ্ছন্ন সুন্দর সবুজ আলোকিত নগরীতে পরিণত হবে। এ জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে শাহবাগ চত্বরে ‘লাভ ফর ঢাকা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বেসরকারি সংস্থা সাজেদা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহেদা ফিজা কবির, নারী মৈত্রীর শাহীন আক্তার ডলি, কাপ-এর খন্দকার রেবেকা সানিয়াত, অপরাজেয় বাংলাদেশ-এর আমেনা খাতুন পরিচ্ছন্নতা বছর ২০১৬ ঘোষিত মেয়রের কর্মসূচি সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে উন্নয়ন সংগঠন বাপা, ব্র্যাক, আইন ও সালিশ কেন্দ্র, প্রত্যাশা, প্রিজম বাংলাদেশ, পিএসটিসিসহ ২৯টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট এম. এ হামিদ খান, ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন, ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।