সুন্দরবন পরিদর্শনে ইউনেস্কোর প্রতিনিধিদল
- নিউজ ডেস্ক
বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন পরিদর্শনে এসেছেন ইউনেস্কোর প্রতিনিধিদল। আজ (২৩ মার্চ) সকালে তাদের তিন সদস্যের একটি প্রতিনিধিদল সুন্দরবনে যান।তিন দিনের পরিদর্শন শেষে আগামী শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বৈঠক ও সংবাদ সম্মেলন করার কথা রয়েছে দলটির।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, প্রতিনিধিদলটি সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কার, সার ও কয়লাবাহী কার্গো জাহাজডুবির ঘটনাস্থল পরিদর্শন করবেন। এ ছাড়া সুন্দরবনের কাছে নির্মাণাধীন তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনেও যাবেন তাঁরা।
মংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আলী প্রিন্স জানান, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্র থেকে পাঠানো ‘রিঅ্যাকটিভ মনিটরিং মিশন’ নামে এই প্রতিনিধিদল ২৮ মার্চ পর্যন্ত এ দেশে অবস্থান করবেন এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সুন্দরবন সম্পর্কে বৈঠক করবেন। এই মিশন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কনভেনশন বাস্তবায়ন বিধিমালা-২০১৫ অনুযায়ী কাজ করে।
তিনি আরো জানান, ঐতিহ্য রক্ষার ব্যাপারে সংশ্লিষ্ট দেশের সরকারকে পরামর্শ ও সুপারিশও দেয় এই মিশন। কিন্তু সরকার তা বাস্তবায়নে ব্যর্থ হলে বিশ্ব ঐতিহ্যের নামের তালিকা থেকে বাদ যায়।