বিশ্বে মানসিক রোগী ৬২ কোটি
- নিউজ ডেস্ক
বিশ্বে প্রায় ৬২ কোটি মানুষ বিষাদগ্রস্ততা ও দুশ্চিন্তাজনিত মানসিক রোগে ভুগছেন। এ রোগের চিকিৎসাসহ সার্বিক ব্যবস্থাপনায় প্রতিবছর এক ট্রিলিয়ন ডলার খরচ হচ্ছে। মাত্র দুই যুগেরও কম সময়ে বিশ্বব্যাপী দ্বিগুণ হয়েছে এ দুই প্রকারের মানসিক রোগ।
গতকাল (১৩ এপ্রিল) বিশ্বস্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে মানসিক স্বাস্থ্য চিকিৎসায় অধিক অর্থ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে বলা হয়, মানসিক রোগের চিকিৎসায় এক ডলার খরচ করলে অর্থনৈতিক মূল্যে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে চারগুণ বেশি আর্থিক মুনাফা ফেরত পাওয়া সম্ভব।