হালখাতা করবে এনবিআর

হালখাতা করবে এনবিআর

  • নিউজ ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) হালখাতার আয়োজন করবে। আজ (১৭ এপ্রিল) এনবিআর ভবনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান জানান, ‘আয়কর, শুল্ক ও ভ্যাট বাবদ বকেয়া রাজস্ব আদায়ে এনবিআর হালখাতা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে ।

এনবিআর চেয়ারম্যান বলেন, সম্রাট আকবরের সময় থেকে রাজ কোষের বকেয়া অর্থ সংগ্রহে বাংলা নববর্ষে হালখাতার প্রচলন শুরু হয়। ঐতিহাসিক এ ধারা চালু করার উদ্যোগ নিয়েছে এনবিআর। দেশের আয়ের প্রধান উৎস বকেয়া রাজস্ব আদায়ে হালখাতা করা হবে।

তিনি বলেন, দেশের সব আয়কর, শুল্ক ও ভ্যাট কমিশনার কার্যালয়ে এ হালখাতার আয়োজন করা হবে।  করদাতারা বকেয়া কর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পরিশোধ করতে পারবেন। এসময় তাদের আপ্যায়ন ও মিষ্টিমুখ করানো হবে।

এ সময় উপস্থিত ব্যবসায়ী নেতারা এনবিআর চেয়ারম্যানের এ উদ্যোগকে স্বাগত জানান।favicon59

Sharing is caring!

Leave a Comment