মিরপুরে ৩০ হাজার ফ্ল্যাট নির্মাণ করবে সরকার
- নিউজ ডেস্ক
রাজধানীর মিরপুরে ১৬০ একর জমিতে ৩০ হাজার ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। এর মধ্যে ৯০ একর জমিতে ফ্ল্যাট নির্মাণে ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে গতকাল (১৯ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদের নেতৃত্বে সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন মন্ত্রী।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার এ সময় উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘সরকার পূর্বাচলে উচ্চ, মধ্য ও নিম্নবিত্ত মানুষের জন্য বিভিন্ন আকারের ফ্ল্যাট নির্মাণ করবে। এ ছাড়া রাজধানীর মিরপুরে ১৬০ একর জমিতে ৩০ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। এর মধ্যে ৯০ একর জমির ফ্ল্যাট নির্মাণে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ রয়েছে।’
আবাসন খাতের সংকট নিরসনে এ খাতে সিঙ্গেল ডিজিট সুদহারে ঋণ সুবিধা দেওয়া উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী।