সোমবারের মধ্যে জ্বালানি তেলের দাম কমবে
- নিউজ ডেস্ক
সোমবারের মধ্যে জ্বালানি তেলের দাম কমানোর ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রতিমন্ত্রী বলেছেন, ‘৩ ধাপে কমানো হবে জ্বালানি তেলের দাম।’
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দেড় বছর ধরে রেকর্ড পরিমাণ নিম্ন পর্যায়ে রয়েছে। অনেক সমালোচনা হলেও দেশে এ দাম সমন্বয় করা হয়নি। শেষ পর্যন্ত জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। গতমাসে ফার্নেস অয়েলের দাম লিটার প্রতি ১৮ টাকা কমানো হয়। এ মাসের শুরুতে প্রতিমন্ত্রী জ্বালানি তেলের দাম কমানোর কথা জানান।
তিনি আরো বলেন, ‘আশা করছি আগামী রোববার সোমবারের মধ্যে একটি পরিপত্র জারি করতে পারবো। আমরা সেদিকেই যাচ্ছি। প্রথম ধাপে কিছু কমাবো। তারপরে হয়তো আবার কমাবো। আমরা দেখতে চাই দাম কমানোর ফলে মার্কেট কেমন বিহেভ করে। আমরা সবগুলো তেলের দামই কমিয়ে নিয়ে আসছি।’