সাংবাদিক মাহফুজুল হকের জীবনাবসান
- নিউজ ডেস্ক
বিশিষ্ট সাংবাদিক মাহফুজুল হক খানের জীবনাবসান ঘটেছে। আজ (২৬ এপ্রিল) বেলা পৌনে ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেমেয়ে, আত্মীয়–স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
দুপুরে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাদ আসর লালমাটিয়া এফ ব্লকে বিবি মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
মাহফুজুল হক খান বরিশালে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল ওয়াহাব খান ১৯৫৪ সালে আওয়ামী লীগ থেকে তদানীন্তন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছিলেন। জীবিতকালে মাহফুজুল হক খান জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, অধুনালুপ্ত বাংলাদেশ অবজারভারের বার্তা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।