গরম কমবে কবে…!
- নিউজ ডেস্ক
বৃষ্টির জন্য প্রতীক্ষার প্রহর যেনে শেষ হচ্ছে না। কিন্তু কি বলছে আবহাওয়া বিভাগ?
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান , বলেন, প্রায় তিন সপ্তাহ হয়ে গেল। গত ৬ই এপ্রিল থেকেই সারা দেশে প্রচণ্ড তাপদাহ শুরু হয়েছে। বিশেষ করে দেশের পশ্চিমাঞ্চল থেকে উত্তর পশ্চিমাঞ্চল হয়ে মধ্যাঞ্চল পর্যন্ত এই তাপদাহ বিস্তৃত আছে।
তবে বৃষ্টিপাত হলেই এ তাপদাহ কমে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। জনাব রাশেদুজ্জামান আরো বলেন, মে মাসের প্রথম সপ্তাহ থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে। সেসময় তাপদাহ কমে যাবে।তিনি বলেন, “এরকম পরিস্থিতি একেবারে নতুন নয়। ২০১০ সালে এপ্রিল মাসে টানা ২৮ দিন তাপপ্রবাহ ছিল”।
আবহাওয়া অধিদপ্তর থেকে আরো জানানো হয়,সাধারণতএই সময় কাল বৈশাখী ঝড় হয় এবং তার সাথে শিলাবৃষ্টি ও বৃষ্টিও হয়ে থাকে। তবে এবার তেমন ঝড় হতে দেখা যায়নি। এপ্রিলের ৬ তারিখের পর থেকে শুধু সিলেট বিভাগ ছাড়া অন্যান্য বিভাগগুলোতে একেবারেই কম বৃষ্টি হয়েছে। সারাদেশে বিক্ষিপ্তভাবে সামান্য যে বৃষ্টিপাত হয়ে তাতে তাপদাহ প্রশমিত হচ্ছে না। এসব কারণেই এতো লম্বা তাপদাহ।
বাংলাদেশের মতো ভারতেও এবার বৃষ্টিপাত কম হচ্ছে। বিশেষ করে ভারতের মধ্যাঞ্চল যেমন বিহার, উড়িষ্যা এই অঞ্চলগুলোতে প্রচুর তাপদাহ ও খরার সৃষ্টি হয়েছে। আর এর পভাব বাংলাদেশেও পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।