বিদেশি ব্যাংকের আয়কর বাড়ানোর প্রস্তাব
- নিউজ ডেস্ক
বিদেশি ব্যাংকের আয়কর সাড়ে ৪২ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমবিএ) এই প্রস্তাব করেছে। তবে দেশীয় তফসীলি ব্যাংকের আয়কর ৪০ শতাংশ করার প্রস্তাব করেছে সংগঠনটি।
গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর ) আয়োজিত প্রাক বাজেট আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভাতে আইসিএমবিএ সভাপতি আরিফ খান এ প্রস্তাব দেন।
জনাব আরিফ খান তার পস্তাবনায় জানান, আমাদের দেশে ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা মুনাফা অর্জন করছে বিদেশি ব্যাংকগুলো। তবে এসব ব্যাংক পুজিবাজারে তালিকাভু্ক্ত নয়। যদি এসব ব্যাংককে পুচিবাজারে তালিকাভুক্ত করা হয়, তাহলে দেশ এবং দেশের মানুষ উপকৃত হবে। এজন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং তালিকাভুক্ত নয় এমন ব্যাংকগুলোর কর ব্যবধান বাড়ানোর প্রস্তাব করে সংগঠনটি।