মূল্যস্ফীতি কমেছে
- নিউজ ডেস্ক
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, চলতি অর্থবছরের এপ্রিল মাস শেষে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। মে মাসেও এই ধারা অব্যহত থাকবে বলে তিনি আশাবাদি।
গত মার্চ মাসে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৬৫ শতাংশ যা এপ্রিলে এসে কমে দাড়িয়েছে ৫ দশমিক ৬১ শতাংশ। মন্ত্রী জানান,“চাল এবং বিভিন্ন সখাদ্যপণ্যের দাম কমে আসায় এপ্রিলে মূল্যস্ফীতি কমেছে।”
মার্চ মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৮৯ শতাংশ যা এপ্রিলে ৩ দশমিক ৮৪ শতাংশ হয়েছে। এছাড়া খাদ্য বহির্ভূত খাতেও মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৩৪ শতাংশে নেমেছে, যা মার্চে ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ।