ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ১৯ মে
- নিউজ ডেস্ক
আগামী ১৯ থেকে ২১ মে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা। বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি) ষষ্ঠবারের মতো এ মেলার আয়োজন করছে। মেলায় দেশি-বিদেশি ৮০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তিন দিনের এই মেলায় হোটেল, মোটেল এবং ট্যুর অপারেটররা বিভিন্ন প্যাকেজে ব্যাপক ছাড় দেবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর্যটন বছর ঘোষণার আহ্বানে সাড়া দিয়ে বিএফটিডি এ বছর ষষ্ঠবারের মতো পর্যটন মেলার আয়োজন করছে বলে জানান বিএফটিডির নির্বাহী পরিচালক রেজাউল একরাম। তিনি বলেন, ‘এবার মেলায় প্রথমবারের মতো চীনের ন্যাশনাল ট্যুারিজম বোর্ড অংশ নিচ্ছে, যা এ দেশের পর্যটনশিল্পের জন্য খুবই তাত্পর্যপূর্ণ। আমরা সাত বছর ধরে তাদের বলে আসছি, কিন্তু এবার তারা বেশ বড় পরিসরে আসছে, যা দুই দেশের পর্যটন খাতের প্রসারে ভূমিকা রাখবে।’
রেজাউল একরাম আরো বলেন, এবার পর্যটন মেলায় আঞ্চলিক পর্যটনের ওপর জোর দেওয়া হচ্ছে। সার্কভুক্ত বিভিন্ন দেশের ট্যুর অপারেটররা মেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। এবার প্রথমবারের মতো মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এ ছাড়া ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, কম্বোডিয়াসহ ১১০টি স্টলে ৮০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানান তিনি।
মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলার প্রবেশ মূল্য ২০ টাকা।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	