সমাজ উন্নয়নে একসঙ্গে কাজ করবে ড্যাফোডিল পরিবার ও ঢাকা আহসানিয়া মিশন
- নিউজ ডেস্ক
সমাজ উন্নয়নে একসঙ্গে কাজ করার উদ্দেশ্যে ড্যাফোডিল পরিবার ও ঢাকা আহসানিয়া মিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার (১৫ জানুয়ারি) ঢাকা আহসানিয়া মিশনের ধানমন্ডি কার্যালয়ে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ঢাকা আহসানিয়া মিশনের পরিচালক (কমিউনিকেশন অ্যান্ড পিআরডি) কাজী আলী রেজা ও ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুজ্জামান।
সমঝোতা অনুযায়ী, বড় পরিসরে সমাজ উন্নয়নে ড্যাফোডিল পরিবার ও ঢাকা আহসানিয়া মিশন পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আর্থিক ব্যয় বিনিময় করবে। এজন্য একই প্ল্যাটফর্মে কীভাবে কাজ করা যায় সে বিষয়ে দুটি প্রতিষ্ঠানের অভিজ্ঞ ব্যক্তিরা ধারনা খুঁজে বের করবেন। সমঝোতায় আরো বলা হয়, খান বাহাদুর আহসান উল্লাহ টিচার্স ট্রেনিং কলেজে গুগল ক্লাসরুমের ব্যবহার, ভাষা প্রশিক্ষণ, তথ্য-প্রযুক্তি প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে যৌথভাবে কাজ করবে ড্যাফোডিল পরিবার। এছাড়া কর্মসংস্থানের খবর ও ক্যারিয়ার উন্নয়নে প্রতিবেদন প্রকাশ, বিজ্ঞাপন ছাপানো, ছবি প্রকাশ করা ইত্যাদি বিষয়ে কাজ করবে ঢাকা আহসানিয়া মিশনের সহযোগী গণমাধ্যম আলোকিত বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ এবং ড্যাফোডিল পরিবারের সহযোগী প্রতিষ্ঠান জবসবিডি ডটকম। ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্স (ডিআইএসএস) ও পঞ্চগড়ে অবস্থিত আহসানিয়া মিশন চিলড্রেন সিটি এক পতাকাতলে থেকে ছিন্নমূল শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান করবে।
সমঝোতা চুক্তি স্বাক্ষরের সময় আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান মো. সবুর খান, ঢাকা আহসানিয়া মিশনের পরিচালক কাজী রফিকুল আলম, ড্যাফোডিল পরিবারের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান প্রমুখ।